LOVE Story




জীবন এর গল্প এবং প্রতি দিন একটা করে দিন কমে শেষ হওয়া এবং মৃত্যু দিকে এগিয়ে যাওয়া একটু একটু করে হাজার স্বপ্ন নিয়ে চোখে এবং অনেক ভালোবাসা নিয়ে পথ চলা হতে পারে এক বিশাল সমুদ্র মাঝে তুমি এক পথ আরোহী অবিরাম পথ চলতে চলতে আজ অনেক ক্লান্ত হয়তো আগামীর আহ্বান পুরাতন এর শেষ  অজানা এক নাম হীন পথ এর কোনো শেষ নেই। কিন্তু এই পথ দিয়ে যাতে যাতে জীবন শেষ হয়ে যাবে মুছে যাবে একটা নাম এই খাতা থাকে আসবে নতুন প্রজন্ম কিন্তু তবুও চলতে হবে। কিছু সুন্দর সময় পড়ে থাকবে  তোমার আমার থাকবে না সেই বিকালে কিছু সুন্দর সময় গুলি। পরে থাকবে অনেক অভিমান এক কোনো এক ডায়েরি পাতায়  শেষ কিছু শব্দ কিছু চিঠি। এক একমুঠো হাসি থাকবে যাওয়ার সময় এখন সময় থেমে আর আমিও ভীষণ ক্লান্ত।


এক নামহীন গল্প।.....   

Comments

Popular posts from this blog

TEA POPULARITY

In few years the bicycle will be used more

A very beautiful afternoon.